অভয়নগর প্রতিনিধি
যশোর ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ হেফাজত থেকে অসুস্থ্য স্বামী সেলিম বিশ^াসের (৫২) মুক্তি চায় তার স্ত্রী সামছুন্নাহার আছিয়া। গতকাল সোমবার বিকাল তিনটায় স্বামীর মুক্তির দাবিতে অভয়নগর প্রেসকাবে সামছুন্নাহার আছিয়া সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন তার ছেলে আশরাফুল ইসলাম শোভন। সাছুন্নাহার আছিয়া লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ এপ্রিল রাত দুই থেকে তিনটার মধ্যে উপজেলার চলিশিয়া গ্রামে নিজ বাড়িতে সঞ্জয় পাল চোরের শাবলের আঘাতে মারা যায়। পরের দিন সোমবার সকাল ১০টায় তার স্বামী সেলিম বিশ^াসকে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিনি পুলিশের কাছে স্বামীকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানান, ওসি স্যার উনার সাথে দুই একটি কথা বলতে চায়। ওসি স্যারের সাথে কথা শেষ হলে আপনার স্বামীকে বাড়িতে পৌছে দিয়ে যাবো। এভাবে চার দিন অতিবাহিত হলেও স্বামীকে ফেরত দেয়নি। বারবার থানায় যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে বলা হয় তার কাছ থেকে কিছু তথ্য নিয়ে ছেড়ে দেওয়া হবে। শুক্রবার সকালে থানায় গিয়ে তিনি জানতে পারেন তার স্বামীকে যশোর জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার তার ছেলে আশরাফুল ইসলাম শোভন ডিবি কার্যালয়ে গিয়ে বহু চেষ্টা করে বাবার সাথে দেখা করতে পারেনি।
সামছুন্নাহার আছিয়া বলেন, তার স্বামী একজন ডায়াবেটিস রোগী। সে উচ্চ রক্ত চাপ(প্রেশার) সহ নানা রোগে আক্রান্ত। তাকে প্রতিদিন ইন্সুলিন না দিলে অসুস্থ কয়ে পড়েন। সে কৃষি কাজ করে সৎ জীবন যাপন করে। তিনি মনে করেন একজন অসুস্থ মানুষকে পুলিশ হেফাজতে আটকে রাখা একটি অমানবিক আচারণ। বিগত আট দিন ধরে তার স্বামীকে থানা এবং ডিবি পুলিশ হেফাজতে রাখা জীবনের ঝুঁকি বহন করছে বলে তিনি আশংকা করছেন। তিনি অনতিবিলম্বে তার স্বামীর মুক্তি চান। এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্য সৌমেন দাস বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, আপনি থানায় যোগাযোগ করেন।’
জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে আমি আপনার সাথে সামনা সামনি কথা বলবো মোবাইলে কোন কথা বলবো না।’