বিশেষ প্রতিনিধি
যশোর খুলনা মহাসড়কের বকচর বাবুর ভাতের হোটেলের পাশে জনৈক আলামিন কথ স্টোরের ফাঁকা জায়গা চোরাই সন্দেহে ৪টি ট্রাক ও ২টি ট্রাকের চেসিস কেনাবেচার উদ্দেশ্যে কেটে পরিবর্তনের অভিযোগে পুলিশ ছয় চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের বকচর হুশতলার আইয়ূব আলীর ছেলে ফারুক শেখ, একই এলাকার মৃত জাহাঙ্গীর শেখ এর ছেলে মিঠু শেখ, সদর উপজেলার ঝুমঝুমপুর সীতারামপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মারুফ হোসেন, নীলগঞ্জ তাঁতীপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে গোলাম মোহাম্মদ, বকচর হুশতলার আবুল হোসেনের ছেলে জুয়েল শেখ ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামের বর্তমানে শহরের হুশতলা শ্বশুর আবুল হোসেনের বাড়ির শহিদ খানের ছেলে জুয়েল খানসহ অজ্ঞাতনামা ১০/১২জন। আসামীদের দখল হতে ৪টি ট্রাক ও ২টি ট্রাকের চেসিস। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
কোতয়ালি মডেল থানার এসআই হারুণ অর রশীদ জানান, রোববার বিকেলে মোবাইল-১১ ডিউটি নিয়োজিত থাকা অবস্থায় মোবাইল-১৪ থাকাকালে গোপন সূত্রে খবর পান বকচর বাবুর ভাতের হোটেলের পাশে জনৈক আলামিন কথ স্টোরের ফাঁকা জায়গায় অবৈধভাবে চোরাই ট্রাক কেনা বেচার মাধ্যমে ট্রাকের বডি ও চেসিস পরিবর্তনের কাজ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেল ৫ টার পর উপস্থিত হলে পুলিশের উপস্তিতি টের পেয়ে সেখানে থাকা উক্ত আসামী ও তাদের সহযোগীরা পালানোর চেষ্টা করে। এক পর্যায় উপরে উল্লেখিত আসামীদের গ্রেফতার করে। এ সময় সেখানে থাকা ৪টি ট্রাকের বডি ও ২টি ট্রাকের চেসিস জব্দ করে। ট্রাকের বডি ও চেসিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশকে কোন সদুত্তর দিতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসামীদের রিমান্ডের নেওয়ার জন্য রিমান্ডের আবেদন জানান বলে জানাগেছে।