বিশেষ প্রতিনিধি
যশোর জেলায় নতুন করে চারজন পুলিশ পরিদর্শককে জন স্বার্থে বদলী করা হয়েছে। সম্প্রতি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বদলী করা হয়।
এরা হচ্ছে, যশোর কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশ পরিদর্শক কমিউনিটি এন্ড পুলিশিং নিয়োজিত পুলিশ পরিদর্শক সুমন ভক্তকে যশোর সদর পুলিশ ফাঁড়িতে, সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ পরির্দশক তুষার কুমার মন্ডলকে নাভারণ সার্কেল অফিসে, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ পরিদর্শক শাহজাহান আলমকে যশোর কোতয়ালি মডেল থানার কমিউনিটি এন্ড পুলিশিং পদে এবং যশোর ডিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক শহীদ তিতুমীরকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। পুলিশের অফিসের নির্ভরযোগ্য সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছেন।