বিশেষ প্রতিনিধি
রোববার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা এক কেজি আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের মৃত আব্দুল কাদের ওরফে পাগলা কাদের এর ছেলে খোকন, চৌগাছা উপজেলার সলুয়া উত্তর পাড়ার মৃত জাহাঙ্গীর ওরফে মদনের ছেলে আল আমিন হোসেন ও যশোর সদর উপজেলার বিরামপুর কালীতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আসলাম হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ওই ক্যাম্পের একজন এসআই রোববার সন্ধ্যারাতে গোপনসূত্রে খবর পেয়ে সদর উপজেলার বিরামপুর হঠাৎপাড়া গ্রামের বালুর মাঠ এলাকায় আসলাম হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা বিক্রয়ের উদ্দেশ্যে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, উক্ত ক্যাম্পের একজন এসআই রোববার ২ মে রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপশহর বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন পাকা ব্রিজের উপর থেকে খোকন ও আল আমিন হোসেনকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সোমবার ৩ মে আদালতে সোপর্দ করা হয়েছে।