প্রেস বিজ্ঞপ্তি
আগামী ৯ মে ২০২১, রবিবার বেলা ১১টায় প্রেসকাব যশোরের সাধারণ সভা ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব যশোরের সম্মানিত সদস্যদের আগামী ৮ মে শনিবারের মধ্যে কাবের বকেয়া চাঁদা (যদি কারো বকেয়া থাকে) পরিশোধ করার অনুরোধ করা হয়েছে।
গত শনিবার কাবের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসাথে নতুন সদস্যদের মে ২০২১ পর্যন্ত সদস্য চাঁদা পরিশোধ থাকতে হবে। নতুন সদস্যদের কার্যকাল এপ্রিল ২০২১ মাস থেকে শুরু হবে। গঠনতন্ত্র অনুযায়ী তাদের ‘ভর্তি ফি বাবদ’ অতিরিক্ত ২০/= (কুড়ি) টাকা প্রদান করতে হবে।
৯ মে অনুষ্ঠেয় সাধারণ সভায় সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।