বিশেষ প্রতিনিধি
২ মে রবিবার বেলা ১১টায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের এক সভা প্রেসকাব যশোরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু। সভা থেকে স্থানীয় ও জাতীয় সংবাদপত্রের মালিকদের প্রতি আসন্ন ঈদুল ফিতরের আগে সাংবাদিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হয়।
এছাড়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার, সিনিয়র সদস্য এম.আর রকি, দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, সংগঠনের সহ-সভাপতি তহীদ মনি, যুগ্ম সম্পাদক বি.এম ফারুক, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, কোষাধ্যক্ষ আল-মামুন শাওন, দপ্তর সম্পাদক নিজাম উদ্দীন ভুঁইয়া শিমুল, নির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান, উর্মি ইমাম প্রমুখ।