বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বড় আঁচড়া গ্রামের হাতেম আলীর ছেলে আরশাদ আলী ও যশোর শহরের বেজপাড়া মন্দিরের পাশের্^ মৃত অনিল চন্দ্র দে’র ছেলে শ্রী বিজয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার ১ মে বিকেল ৬ টায় শহরের রেল বাজারস্থ লাভলু স্টোরের সামনে থেকে বিজয়কে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, চাঁচড়া ফাঁড়ি পুলিশ শুক্রবার ৩০ এপ্রিল দুপুরে শহরের চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে থেকে আরশাদ আলীকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি স্কুলের ব্যাগের মধ্যে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।