বিশেষ প্রতিনিধি
যশোর ডিবি পুলিশ শার্শার শ্যামলাগাছি কমিউনিটি কিনিকের সামনে থেকে দেড়কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শার্শার ট্রেনলাইন এলাকার মৃত মহাতাব সরদারের ছেলে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশসহ একদল পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মনিকে আটক করে। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এতে মামলা হয়েছে।