বাসের ধাক্কায় জুট মিলের ক্যান্টিন পরিচালক নিহত

0
142

মঈন উদ্দিন, ফুলতলা
রোববার ফুলতলার ১৪ মাইল নামক স্থানে যশোর খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় শাহাবুদ্দিন ওরফে শিহাব (৩৪) নামের আইয়ান জুট মিলের ক্যান্টিন পরিচালক নিহত হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন চৌধুরী ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, রবিবার দুপুর পৌনে ২ টায় শিহাব ফুলতলা থেকে ভ্যানে করে ক্যান্টিনের মুদি মালামাল নিয়ে আইয়ান জুট মিলে যাওয়ার পথে “ফুলতলা ফিলিং স্টেশনের” সামনে আসলে সুপার মিলস লিঃ এর বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পরে, আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে মাথায় গুরুতর আহত অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সে যশোর জেলার মনিরামপুর উপজেলার মুজগন্নি চিনেতলা এলাকার আবুল কাশেম মোড়লের পুত্র। পুলিশ লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here