মঈন উদ্দিন, ফুলতলা
ফুলতলায় পারিবারিক কলহের জের ধরে খাদিজা খাতুন (২৫) নামের এক কলেজ ছাত্রী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ডাউকোনা গ্রামের রেজাউল সরদারের কলেজ পড়–য়া কন্যা খাদিজা খাতুন পারিবারিক কলহের জের ধরে সকলের অলক্ষ্যে ঘরের ডাবার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে, বাড়ির লোকজন টের পেয়ে থানায় খবর দিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরত হাল রিপোর্ট শেষে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিল।