সত্যপাঠ ডেস্ক
বন্ধ থাকা গণপরিবহন পুনরায় চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। রোববার সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক ফেডারেশনের শতাধিক নেতাকর্মী।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ফেডারেশন নেতারা বলেন, সহ্য করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা ফেডারেশনের পক্ষ থেকে প্রেসকাবে সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দিয়েছি।
তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া প্রত্যেকটা জায়গায় আজকে প্রতিবাদ হয়েছে।
এই পরিস্থিতিতে আর ঘরে বসে থাকা সম্ভব নয়। আমাদের ছেলে-মেয়ে, বউ-বাচ্চা না খেয়ে মারা যাবে- এটা হতে দেয়া যায় না।
এর আগে শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে।
এ সময় আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহবান জানান তিনি।