আ. সবুর আল আমীন, কপিলমুনি
কপিলমুনিতে একই রাতে ৩টি দোকানে চুরি সংঘটিত হয়েছে।
জানাযায়, শুক্রবার দিনগত রাতে কপিলমুনি বাজারের জাফর আউলিয়া মাদ্রাসার পাশে তৈয়েবুরের কম্পিটারের দোকানের সাটারের লক কেটে ক্যাশ টেবিলে থাকা ৭শত টাকা চুরি হয়। পাশে অবস্থিত কুমারেশ ভৌমিকের চায়ের দোকানে সাটারের লক কেটে ৭/৮ শত টাকা, বেনসন, লিপ ও ডারবি সিগারেট নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। শ্রীরামপুর মোড় এলাকার সুকান্ত কুমার মনা’র মুদি দোকানে একই কায়দায় সাটার খুলে ২ হাজার টাকা ও ৬/৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট নিয়ে চোরেরা নির্বিঘেœ পালিয়ে যায়।
জানাযায়, মার্চ মাসের শেষের দিকে একই রাতে দোকান ও বাড়ি মিলে মোট ৫ জায়গায় চুরি হলেও অদ্যবধি জড়িদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।