মধুখালীতে কলেজপড়ুয়া ছাত্রের অকাল মৃত্যু

0
188

মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের রফিক মিস্ত্রীর ছেলে অনার্সে ভর্তি পরীক্ষার্থী আরিফ মল্লিক (২০) ২৮-৪-২০২১ইং তারিখে বুধবার সকাল ৪.৩০ মিনিটের সময় ঢাকা শেখ রাসেল গ্যস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি—–রাজেউন)।
বুধবার জোহর নামাজ বাদ আড়পাড়া কামারখালী এম.ইউ. এন সিনিয়র ফাজিল(বিএ) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে আড়পাড়া গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুর জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। পরিবার এবং গ্রামবাসীর মাধ্যমে জানা যায় ছাত্র বয়সে পারিবারিকভাবে পরিবারের চাপ ও মা মরিয়ম বেগম তার নিকট থেকে ফোন কেড়ে নেওয়ার জন্য অভিমান করে ক্ষেতে দেওয়া টাক বিষ খেয়ে প্রায় ১মাস ১৫দিন চিকিৎসার পর অকালে জীবন হারালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here