বিশেষ প্রতিনিধি
ইয়াবা বেচাকেনা সময় ফরিদ হোসেন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার রামনগর গ্রামের শফি হোসেনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ২৯ এপ্রিল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রামনগর আমতলা গ্রামের জনৈক রেনু বেগমের কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ফরিদ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২১ পিস ইয়াবা উদ্দারন করে। পরে তাকে কোতয়ালি মডেল থানা হাজরে রেখে রাতেই মাদক আইনে মামলা করেন। শুক্রবার ৩০ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করে।