বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ২৯ এপ্রিল সকালে শহরতলী নীলগঞ্জ তাঁতীপাড়া পৌর সভার ৯নং ওয়ার্ডস্থ নড়াইল রোড মসজিদ গলির ভিতরে প্লেনসিট হাউস এর সামনে অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজাসহ শ্রী হারান বাড়ই নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে নীলগঞ্জ তাঁতীপাড়ার নিখিল বাড়ইয়ের ছেলে। এসময় তার কাছে থাকা গাঁজা বিক্রির নগদ ২ হাজার ৯শ’ ৭০ টাকা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে।