বিশেষ প্রতিনিধি
শহরের বিমানবন্দর রোডস্থ আরবপুর রেশন মার্কেট মেসার্স রিবন খাদ্য নিলয় এর দোকানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কামাল উদ্দিন খান (৫২) মৃত্যুর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। নিহতর ছেলে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া তোফায়েলপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী বাদি হয়ে গ্রেফতারকৃত ট্রাকের চালক মোস্তাকিম বিল্লা (৩৫) এর বিরুদ্ধে সড়ক আইনে মামলা করেন। মোস্তাকিম বিল্লা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাকনা শেখপাড়া ১০ নং প্রতাপনগর ইউনিয়নের বর্তমানে যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজার আমজাদ গাজীর বাড়ির ভাড়াটিয়া সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।
আশরাফ আলী বুধবার বিকেলে কোতয়ালি মডেল থানায় ট্রাকের চালক মোস্তাফিক বিল্লার বিরুদ্ধে মামলা দিয়ে বলেছেন, বুধবার ২৮ এপ্রিল সকালে তার পিতা কামাল উদ্দিন খান তার মুদি দোকানের মালামাল ক্রয় করে বাইসাইকেল যোগে যশোর শহর হতে বিমানবন্দর মার্কেটে যাওয়ার সময় আরবপুর রেশন মার্কেট মেসার্স রিবন খাদ্য নিলয় দোকানের সামনে পৌছালে পিছন থেকে ইট বোঝাই (ঢাকা মেট্টো-ট-১৮-৭৬০৫) ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে কামাল উদ্দিন খানের সাইকেলটে পিছন থেকে ধাক্কা মারে। ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে কামাল উদ্দিন খান ঘটনাস্থলে মারা যায়। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাফিক পুলিশের সহায়তায় ইট বোঝাই ট্রাকের চালক মোস্তাকিম বিল্লাকে আটক ও ট্রাকটি জব্দ করেন। বৃহস্পতিবার চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।