আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২১ উপলক্ষে দুস্থ ও গর্ভবতী মহিলাদের পুষ্টিকর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পুষ্টি কর্ণার থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি বিশ্বজুড়ে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে বাড়িতে থাকা, পুষ্টিকর খাবার খাওয়া, সাবান দিয়ে হাত পরিষ্কার করা এবং মুখে মাক্স ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান। এসময় মেডিকেল অফিসার ডাঃ শাহনুর হোসেন মিল্কী, এসএসিএমও এনামুল হকসহ স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।