শ্যামল দত্ত, চৌগাছা
যশোরের চৌগাছা মেধাবী মুখ নাহিদ শাদমান (নিয়াদ)। অনলাইনে সিপি এস’এর আয়োজনে ইন্ডিয়ান কম্পিটিশন প্রমোশন সোসাইটি-২০২১ (বি আই ও) প্রতিযোগীতায় সে স্বর্ণপদক লাভ করেছে। নাইদ শাদমান (রিয়াদ) যশোর পুলিশ লাইনে মাধ্যামিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্র ও চৌগাছা পৌর এলাকার ইছাপুর গ্রামের দেওয়ানপাড়া পিতা রফিকুল ইসলাম ও মাতা নাহিদা নাসরিনের বড় পুত্র, চৌগাছা প্রেসকাবের নির্বাহী সদস্য দৈনিক ভোরের ডাক চৌগাছা প্রতিনিধি শফিকুল ইসলামের ভাতিজা।
সারা দেশ থেকে অসংখা শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ নিয়ে ৫ জন শিক্ষার্থী স্বর্ণ পদক, ৩জন শিক্ষার্থী রোপা, ১জন শিক্ষার্থী পেয়েছে ব্রোষ্ণ পদক । নাহিদ শাদমান রিয়াদ এর আগে ২০১৭, ২০১৯, ২০২০ সালে বাংলাদেশ গনিত প্রতিযোগীতায় জাতীয় পর্যায় পদক লাভ করে। ২০১৯ সালে বাংলাদেশ বাইয়োলোজি অলি ম্পিয়াডে আষ্ণলিক পর্যায় পদক লাভ করে। নাহিদ শাদমান রিয়াদ দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন।