আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুরে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ঐ ব্যবসায়ীর অপদ্রব্য পুশকৃত ৪০ কেজি মাছ বিনষ্ট করা হয়।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশাশুনি থানা পুলিশের যৌথ অভিযানে বালিয়াপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে সাধন সরকারের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করা অবস্থায় হাতেনাতে আটক করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকি উটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঐ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ৪০ কেজি অপদ্রব্য পুশকৃত মাছ বিনষ্ট করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন, আশাশুনি থানার এসআই শফিউল্লাহসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।