আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে পালিয়ে আসা করোনা রোগীর সংস্পর্শে থাকায়া ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহ টিমের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে করোনা পরীক্ষার জন্য এ নমুনা সংগ্রহ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার জানান, ভারত থেকে দেশে ঢোকার পর করোনা পজেটিভ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি থাকার পর সেখান থেকে পালিয়ে আসা প্রতাপনগরের রবিউল ইসলামের পুত্র মিলন হোসেন (৩২) এর বাড়ি থেকে তার স্ত্রী, বাবা, মা ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়।
এছাড়াও পলায়নকৃত রোগীকে পূনরায় যশোরে প্ররণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। সে কারণে নমুনা সংগ্রহ টিমের সদস্যরা ঐ ড্রাইভারের ও নমুনা সংগ্রহ করেন। স্যানিটারী ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, এমটি ইপিআই (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন এ কার্যক্রম পরিচালনা করেন।