বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের অর্ন্তভুক্ত শ্যামলাগাছি গ্রামে যশোর বেনাপোল মহাসড়ক সংলগ্ন চাউলের প্রসেসিং মামা ভাগ্নে মিলটি অটোরাইস মিলে রুপান্তরের প্রক্রিয়া চলছে। এবং এটি পুরোপুরি চালু হলে অত্র এলাকা পরিবেশ দুষনের কবলে পড়বে। এরকম আশঙ্কা করা হচ্ছ্।ে আর সে কারনেই এলাকার সাধারন অধিবাসিবৃন্দ মিলটি যাতে কার্যক্রম চালু করতে না পারে সে জন্যে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর একটি আপত্তি পত্র দাখিল করেছেন।
এই আপত্তিপত্রে গনস্বাক্ষরকারী ব্যাক্তি বর্গ হলেন আব্দুল হানিফ. আমিনুর রহমান, আব্দুল জব্বার, নজরুল ইসলাম, আল আমিন, মেহেদী হাসান, জাফর আলী , মসলোম আলী জালাল উদ্দিন, সবুজ হোসেন শামিম রেজা সহ একশত পনের জন । এই আপত্তি পত্রটি দাখিল করা হয়েছে গত বছরের ২৫ অক্টোবর। এতে বলা হয়েছে অটোরাইস মিলটি চালু হলে পরিবেশ দুষনের পাশাপাশি সামাজিক উপদ্রপও ঘটতে পারে। এই ব্যাপারে শার্শা সহকারী কমিশনার ( ভুমি ) এর মোবাইল ফোনে কল দিলে তিনি তা ধরেননি।
উল্লেখ্য বিষয়টি পরিবেশ অধিদপ্তরের আওতাভুক্ত। বিধায় সংশ্লিষ্ট এলাকার সাধারন জনগনের কেউ কেউ এই প্রতিবেদকের মাধ্যমে তাদেরও দৃষ্টি আকর্ষন করেছে।