মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর কমিউনিটি কিনিকের উদ্যোগে এবং ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান আ. রউফ মোল্যার সভাপতিত্বে বুধবার ২৮-০৪-২০২১ইং তারিখে দুপুরে রাজধরপুর কমিউনিটি কিনিকের কমিটির সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সেভ দা চিলড্রেন এর মধুখালী উপজেলা কো-অর্র্ডিনেটর সালাম মোল্যা। এছাড়া আলোচনা করেন ডুমাইন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আ. সালাম মোল্যা, রাজধরপুর কমিউনিটি কিনিকের সি.এইচ.সি.পি ফরিদা বেগম প্রমুখ।
সবশেষে সভাপতি রাজধরপুর কমিউনিটি কিনিকের উন্নতি কল্পে যা যা করণীয় সেটা তিনি করবেন ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করে এবং সবাইকে এই করোনা মূহুর্তে মাস্ক পরিধান করার প্রধান আবশ্যক বলে আলোচনা সভা শেষ করেন।