বিশেষ প্রতিনিধি
যশোর অভয়নগর উপজেলা থেকে র্যাব-৬ এর সদস্যরা ১শ’ ৮ লিটার দেশীয় তৈরি মদসহ এক বিক্রেতাকে আটক করা হয়েছে। সোমবার ২৬ এপ্রিল রাত সাড়ে ১১টায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারস্থ সুপারি পট্টি জোয়ার্দ্দার বস্ত্রালয়ের পিছনে টিনশেড বিল্ডিং থেকে দেশীয় মদ সহ বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আটক আসামীরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার বুইকারা, ৫নং ওয়ার্ড এলাকার, মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে শ্রী দেবদাস কুমার দাস (৪০) কে আটক করা হয়। র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজারস্থ সুপারি পট্টি জোয়ার্দ্দার বস্ত্রালয়ের পিছনে টিনশেড বিল্ডিং হইতে অভিযান পরিচালনা করে আসামী শ্রী দেবদাস কুমার দাস দেশীয় তৈরি ১শ’ ৮ লিটার মদ, ১টি মোবাইল-০১ টি, ০১ টি সিমকার্ড ও নগদ ১৮শ’ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করে তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।