বিশেষ প্রতিনিধি
মা ও স্ত্রীকে গাঁজা সেবন করে আজে বাজে কথা বার্তা বলার প্রতিবাদ করায় গাঁজাখোরেরা সুব্রত মজুমদার (২১) নামে এক যুবককে গতিরোধ করে মারপিট করে স্বর্ণের চেইন মোবাইল ছিনিয়ে মোটর সাইকেল ভাংচুর করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, আহত যুবকের মাতা যশোর সদর উপজেলার বাহাদুরপুর কালিতলা গ্রামের সুকুমার মজুমদারের স্ত্রী কামনা রানী মজুমদার। মামলায় আসামী করা হয়েছে, বাহাদুরপুর মেহেগুনীতলা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রিপন হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে।
সোমবার ২৬ এপ্রিল রাতে কামনা রানী মজুমদার কোতয়ালি মডেল থানায় মামলায় বলেছেন, ৭/৮ দিন পূর্বে তিনি ও তার পুত্রবধূ বিউটি মজুমদার বাড়ির সামনে পুকুরে গোসল করতে যাওয়ার সময় রিপন হোসেন গাঁজা সেবন করে আজে বাজে কথা বার্তা বলে। রিপন হোসেনের সাথে তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪জন ছিল। বিষয়টি কামনা রানী মজুমদারের ছেলে সুব্রত মজুমদার জেনে রিপন হোসেনের বড় ভাই জীবনকে জানায়। জীবনের কাছে নালিশ করায় রিপন হোসেন ক্ষিপ্ত হয়ে সুব্রত মজুমদারকে খুন জখমের সুযোগ খুঁজতে থাকে। গত ২৪ এপ্রিল দুপুর সুব্রত মজুমদার মোটর সাইকেল যোগে মেহেগুনীতলা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করলে রিপন হোসেনসহ তার অজ্ঞাতনামা সহযোগীরা মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী মারপিট করে গলায় থাকা ১ভরি ২ আনা ওজনের স্বর্ণের চেইন, ১৫ হাজার টাকা মূল্যের অপ্পো মোবাইল ফোন ছিনিয়ে মোটর সাইকেল ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতি সাধণ করে। সুব্রত মজুমদারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে গাঁজাখোরেরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।