বেনাপোলে সোনার বারসহ আটক রানা হামিদের রিমান্ড মঞ্জুর

0
204

বিশেষ প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ১ কেজি ৭শ’৪৯ গ্রাম সোনাসহ আটক রানা হামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। রানা হামিদ যশোর বেনাপোলের খলসি গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১ এপ্রিল বেনাপোলের পুটখালি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে সন্দেহজনক ভাবে রানা হামিদকে আটক ও তার কাছ থেকে ১ কেজি ৭শ’৪৯ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদর কামাল হোসেন খান বাদী হয়ে চোরাচালান দমন আইনে পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক রানা হামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here