সত্যপাঠ ডেস্ক
আওয়ামীলীগ নেতা বর্ণ‘র ‘মানবতার ভ্যান’ মঙ্গলবার সাড়ে তিন শত দিন মজুর, অসহায় ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে মানবতার ভ্যান নামে অসহায়, দিনমজুর ও শ্রমজীবীসহ নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী বর্ণ উত্তম।
ধারাবাহিক কর্মসূচি নিয়ে বিতরণ করছেন ইফতার সামগ্রী। ৯ম দিনে যশোর শহরের পুরাতন কসবার শহীদ আবু তালেব সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় (মক্তব স্কুল) চত্বরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে ২৫০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দহসহ বিশিষ্ঠজনদের উপস্থিতিতে বিকাল ৫ টায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন। এছাড়া, ছিন্নমূলে ভিন্ন ভিন্ন জায়গায় আরো একশত প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাজী বর্ণ উত্তম তার এ ধারাবাহিক কর্মসূচীতে স্থানীয় আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতাকর্মিদের মাধ্যমে এ ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
আওয়ামীলীগ নেতা কাজী বর্ণ উত্তম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শহরের বিভিন্ন স্থান নির্ধারণের মাধ্যমে প্রাথমিকভাবে ১০দিন এ কর্মসূচি নিলেও পরবর্তিতে সকলের ভালবাসায় সিক্ত হয়ে তা ধারাবাহিক কর্মসূচী হিসাবে চালিয়ে যাচ্ছি।
কাজী বর্ণ উত্তম যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও উদীচীর সহ-সভাপতি। তৃতীয় দফায় টানা তিন সপ্তাহের এ লকডাউনে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনেকের ঘরে নেই ঠিকমতো তিনবেলা খাবারের ব্যবস্থা। এ সব ভাবনা থেকেই তিনি এ উদ্যোগটি নিয়েছেন। উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় বলছেন স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার পুরাতন কসবা কাজীপাড়া শহীদ আবু তালেব সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় (মক্তব স্কুল) চত্বরে ইফতার উপহার সামগ্রী বিতরণ করেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি আসাদ আসাদুজ্জামান, সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর সন্তোষ দত্ত, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবু, শহর কমিটির সভাপতি সঞ্চিতা বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দীপু, প্রস্তাবিত সদর উপজেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল শাকিন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু প্রমূখ।
Home
Uncategorized বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনসহ বর্ণ‘র ‘মানবতার ভ্যান’ বিতরণ করেছেন সাড়ে ৩‘শ ইফতার