বিশেষ প্রতিনিধি
যশোরের এক কিশোরী (১১) কে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৭ এপ্রিল ভোর রাতে যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের সমর ঘোষের ছেলে অনুপম কুমার ঘোষ (২০) ও প্রতাপ ঘোষের ছেলে অর্নব কুমার ঘোষ (১৪)। এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৯ মার্চ বিকেল সোয়া ৪টায় অনুপম ও অর্নব ওই কিশোরীকে ডেকে বিজয়নগর গ্রামের দোলন ঘোষের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপর তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে মেয়েটি ওই বিষয়ে কাউকে কিছু জানায়নি। সর্বশেষ গত ২৫ এপ্রিল সকাল সোয়া ১১টায় অনুপম ওই কিশোরীকে ডেকে আবারো ওই ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসে এবং মায়ের কাছে সবকিছু জানায়। এ ঘটনায় সোমবার ২৬ এপ্রিল ওই কিশোরীর মা কোতোয়ালী থানায় মামলা করেন।
কেতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম সাংবাদিকদের বলেন, মামলা পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে অনুপম ও অর্নব নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।