অনলাইন ডেস্ক |
ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন তারা। তিন বছর আগের সেই সাফল্যও বাংলাদেশের নারী দলকে সরাসরি কমনওয়েলথ গেমসে খেলার সুযোগ করে দিতে পারল না।
আইসিসির শর্ত ছিল, ১ এপ্রিল ২০২১ সালের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি অংশ নিতে পারবে ২০২২ বার্মিংহাম কমনওয়েল গেমসে। কিন্তু বাংলাদেশ নারী দলের সর্বশেষ র্যাঙ্কিং ৯ নম্বরে। সে কারণেই প্রথমবারের মতো কমনওয়েল গেমসের নারী ক্রিকেট ডিসিপ্লিনে খেলতে হলে সালমাদের বাছাইপর্ব খেলে চ্যাম্পিয়ন হতে হবে। ২০২২ সালের ৩১ জানুয়ারি শুরু হবে বাছাই পর্ব। আর কমনওয়েল গেমস শুরু হবে ২৮ জুলাই। ১৯৯৮ কুয়ালালামপুর কমনওয়েল গেমসের পর দ্বিতীয়বারের মতো ক্রিকেট ডিসিপ্লিন চালু হচ্ছে এবার।
সোমবার আইসিসি থেকে সরাসরি অংশ নেওয়া দলগুলোর তালিকা প্রকাশ করেছে। যেখানে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের ছয় নম্বরেও থাকলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে যে কোনো একটি দল অংশ নেবে। সেটা তারা নিজেদের মধ্যে থেকেই বাছাই করে নাম পাঠাবে। আর অষ্টম দলটি বাছাই পর্ব খেলে গেমসের টিকিট নেবে।