আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলনের পিতা নজির আহমেদ সরদার আর নেই (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আশাশুনি সদরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক নজির আহমেদ সরদার মৃত্যুকালে ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, ইউপি চেয়ারম্যান মিলনের পিতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।