মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুখ আলমের গ্রামের বাড়ি আম্রঝুটায় পুকুরে রহস্যজনকভাবে প্রায় ৮০ মণ মাছ মারা গেছে। রোববার রাতে ওই পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ মণ মাছ মারা যায়।
ফারুখ আলম জানায়, তার পিতা আব্দুল মজিদ গাজী গ্রামের বাড়িতে নিজেদের ঘের এবং পুকুরে মাছ চাষ করে থাকে।
সম্প্রতি ৩ টি ঘেরে পানি কম হয়ে যাওয়ায় ঘেরের সমোদয় মাছ উঠিয়ে পুকুরে রেখে দেয়।
রোববার রাতে হঠাৎ পুকুরের সমোদয় মাছ মারা যায়। তাদের ধারনা এলাকাবাসির কেউ শত্রুতা করে পুকুরের পানিতে গ্যাস ট্যাবলেট অথবা বিষ জাতীয় কোন পদার্থ প্রয়োগ করে মাছগুলো মারা হয়েছে।
সোমবার মনিরামপুর এবং চুকনগর বাজারে মাছের আড়ৎ এ ৭০ মণ মাছ বিক্রি করেছে। ফারুখ আলম জানিয়েছে পুকুরে মাছ নষ্ট করে দেওয়ায় তাদের মোটা অংকের আর্থিক ক্ষতি করা হয়েছে।