বেড়াতে যাওয়ায় দুই যুবককে আটকে রেখে মারপিট করার অভিযোগ

0
164

বিশেষ প্রতিনিধি
যশোর সদর উপজেলার নওদা গ্রামে বেড়াতে যাওয়ায় খালিদ মাহমুদ হৃদয়সহ দুই বন্ধুকে বাড়িতে আটকে রেখে মারপিট করা হয়েছে। এ ঘটনায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয়ের পিতা কোতয়ালি থানায় অভিযোগ করেছেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে নওদা গ্রামের বাবর আলীর ছেলে বিল্লাল ও একই এলাকার নিয়ামত, মাহিদ, সাইফুল্লাসহ অজ্ঞাত পরিচয়ে ৪/৫জনকে।
অভিযোগে লুৎফর রহমান জানান, তার ছেলে খালিদ মাহমুদ হৃদয় ও তার বন্ধুরা জুনায়েদ আহম্মেদ লেখা পড়া করে। লেখা পড়ার জন্য প্রয়োজন হওয়ায় রোববার ২৫ এপ্রিল রাত ৮টায় নিয়ামতের বাড়ির সামনে যায়। বিল্লাল ও নিয়ামত তাদের গতিরোধ করে কোন কারণ ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। এরপর তারা অস্ত্রের মুখে জিম্মি করে হৃদয়কে ঘরের মধ্যে আটকে রেখে আবারো মারপিট ও নির্যাতন করে। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে। ওই রাতে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here