এম এম নুর আলম, আশাশুনি
“মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদানে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলার বুধহাটায় রক্তদান কার্যক্রমে এগিয়ে চলছে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। তাদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সংশ্লিষ্টরা জানান, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের তত্ত্বাবধানে পরিচালিত বুধহাটা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কাবের সদস্যবৃন্দ প্রতিনিয়ত এ রক্তদানে অংশ গ্রহণ করছে। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বুধহাটা বাজারের আশেপাশে ডায়াগনস্টিক সেন্টার এবং বে-সরকারী কিনিক গুলোতে উপস্থিত হয়ে বিভিন্ন সময়ে তারা এ রক্তদান কার্যক্রম অব্যহত রেখেছেন।
বুধহাটা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেন জানান, মানুষ মানুষের জন্য এ কথাটি মাথায় রেখে আমাদের ক্লাবের সদস্যরা আশাশুনি ব্লাড ব্যাংকের মাধ্যমে যেকোন সময় মানুষের প্রাণ বাঁচাতে রক্তদান কার্যক্রম অব্যহত রেখেছি। আমরা শুধু ক্রীড়া জগতে নয়, রক্তদানের মত মহৎ কাজেও এগিয়ে থাকতে চাই। এসময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং রক্ত দিয়ে দেশের মানুষের জীবন বাঁচাতে সর্বদা নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ।