এম এম নুর আলম, আশাশুনি
আশাশুনি উপজেলার বুধহাটায় এক করোনা রোগির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। জানাগেছে, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের অবঃ ব্যাংকার আ. রাজ্জাকের ছেলে সোহেল আহম্মেদ চুয়াডাঙ্গায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরিরত অবস্থায় গত সপ্তাহে চুয়াডাঙ্গা থেকে বাড়িতে ফেরেন।
এসময় তিনি গ্রামের বাড়িতে না উঠে তিনি বুধহাটা বাজারের কাছে তাদের নতুন বাড়িতে ওঠেন। তার করোনা হয়েছে এমন সন্দেহে এলাকার মানুষ আওয়াজ তুললে অবশেষে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ঘটনাস্থানে গিয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করেছেন। একই সাথে প্রশাসনের পক্ষ হতে তাকে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়।