শালিখা প্রতিনিধি
শালিখাতে গাঁজা সহ এক জনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের জেল দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজরা হাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইনামুল হক প্রধান, এএসআই বুলবুল কুমার অধিকারী, প্রসেস সর্ভেয়ার ওলিয়ার রহমান প্রমুখ।
পুলিশ সুত্রে জানাযায় ২৪ এপ্রিল সকাল বেলা গঙ্গারামপুর তরফদার পাড়া মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই বুলবুল অধিকারী সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ গ্রাম গাজা সহ পাটখালী গ্রামের আবুল শেখের পুত্র গাজা ব্যবসায়ী রাকাতকে আটক করে।