বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা বাগআঁচড়া এলাকা থেকে একটি চোরাই প্লাটিনা মোটরসাইকেল সহ মনিরুল ইসলাম (৩৮) নামে চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।শুক্রবার সকালে উপজেলার পাঁচভূলোট গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। আটক মনিরুল শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, বাগআঁচড়া জহুরা কিনিকের সামনে থেকে সহিদ হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে সে ফাঁড়িতে অভিযোগ জানালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে, পাঁচভূলোট গ্রামের মনিরুল ইসলাম এ কাজের সাথে জড়িত বলে জানা যায়। পরে তাকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যমতে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
পাঁচভূলোট গ্রামের ইউপি সদস্য নেছার উদ্দিন জানান, বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ মনিরুলের বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ তাকে আটক করেছে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।