সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মোল্যা পাড়ার কৃতি সন্তান ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্যা’র পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাস উপলক্ষে ডুমাইন গ্রামের অসহায় দুঃস্থ গরীব ৩৫০ (তিনশত পঞ্চাশ) জন লোককে জনপ্রতি এক খানা শাড়ী করে মোট ৩৫০টি শাড়ী শুক্রবার সকাল ৯টায় ২৩-০৪-২০২১ইং তারিখ সভাপতির ডুমাইন নিজ বাড়ীতে বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল- ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ তমিজুর রহমান (পিকুল), ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ডুমাইন ইউনিয়নের বিশিস্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা শেখ আ. রাজ্জাক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বিতরনের সার্বিক সহযোগীতায় ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান (জিবলু) ও মধুখালী রইছুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোঃ আক্কাচ আলী মোল্যা সহ আরো অনেকে।