মঈন উদ্দিন, ফুলতলা
রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার বিকেল ৫ টায় ফুলতলা বাজারের শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে পত্রিকা হকার, মটর শ্রমিক, ভ্যান শ্রমিক ও বাজারের নাইট গার্ডসহ এলাকার দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
তরুণ শিল্পপতি ও রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জহির উদ্দিন রাজিব ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপপী, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, ইউপি সদস্য আ. রশিদ, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সদস্য আল আমিন শেখ, আনিসুল ইসলাম মিন্টু, মোল্যা ইলিয়াজ হোসেন প্রমুখ।