বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে দুইশ’ ষাট গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মহাজ্জেল পাড়ার মহাসিন আলীর ছেলে সোহাগ হোসেন, সদর উপজেলার মুড়োলী মহাসিন স্কুলের পূর্ব পাশে মৃত রাজ্জাক সানার ছেলে আরব আলী, একই এলাকার আবুল খায়ের এর ছেলে মনিরুল ইসলাম ও মুড়োলী জোড়া মন্দির এলাকার দায়েম আলীর ছেলে শাহীন হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার রাত পৌনে ১২ টায় মুড়োলী মোড়স্থ চলন্তিকা পেট্টোল পাম্পের সামনে মুড়োলী টু মনিহার গামী পাকা রাস্তার উপর থেকে আরব আলী, মনিরুল ইসলাম ও শাহীন হোসেনকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
অপরদিকে, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বুধবার রাত সোয়া ৮ টায় নরেন্দ্রপুর মহাজ্জেল পাড়া গ্রামের সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ১শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে।