বিশেষ প্রতিনিধি
চাঁচড়া ফাঁড়ি ও চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে দেড়শ’ গ্রাম গাঁজা ও দশ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার সদরউদ্দিন মোড়লের ছেলে সাইদুর রহমান ও সদর উপজেলার রাজাপুর পশ্চিম পাড়ার ইয়াছিন সরদারের ছেলে মোস্তফা হাবিব। এ ঘটনায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের পলাশ এর বসত বাড়ির সামনে থেকে মোস্তফা হাবিবকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১০ পিস ইয়াবা উদ্ধার করে।
অপরদিকে, চাঁচড়া ফাঁড়ি পুলিশের একটি টিম বুধবার সকালে চাঁচড়া রেলগেট জুয়েলের চায়ের দোকানের সামনে থেকে সন্দেহজনকভাবে সাইদুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মামলা দেওয়া হয়েছে।