আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়ায় মৎস্য ঘের দখল ও লুটপাট করার সময় মারপিটে একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাজরা ইউনিয়নে রাউতাড়া গ্রামের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। থানায় লিখিত এজাহার সূত্রে জানাগেছে, রাউতাড়া গ্রামের মৃত নিত্যানন্দ মন্ডলের পুত্র ভবতোষ মন্ডল রাউতাড়া বিলে তার পৈত্রিক সম্পত্তিতে মৎস্য ঘের পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ভবতোষ মন্ডল এর পরিবারের পুরুষ সদস্যরা বাড়ীতে না থাকার সুযোগে সামাদ ঢালীর নেতৃত্বে সালাম, কালাম, কেরামত ঢালী, কওছার শাহা, কালিদাশ মন্ডল, মনিন্দ্র মন্ডল, সন্তোষ মন্ডল, প্রবোধ ওরফে পরিতোষ মন্ডল, অভিমান্য মন্ডল, যোগিন্দ্র নাথ মন্ডল, শ্রীকান্ত মন্ডল, রমেশ মন্ডলসহ অনেকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঘের দখল করে জাল টানা দিয়ে বাগদা চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ৬০হাজার টাকার মাছ লুটপাট করে নিতে থাকে।
খবর পেয়ে পরিতোষের স্ত্রী বাধা দেওয়ায় তাকে বেপেরোয়া মারপিট করে কাপড় চোপড় ছিড়ে শ্লীলতাহানী ঘটানোসহ তার গলায় থাকা ৬০ হাজার টাকার মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এব্যাপারে পরিতোষ কুমার বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। উল্লেখ্য, উক্ত জমি নিয়ে এর আগে অভিযোগের ভিত্তিতে থানায় কাগজপত্র দেখাতে বললে প্রতিপক্ষ কালিদাশ গং’রা জমির পক্ষে তেমন কোন কাগজ দেখাতে পারিনি।