মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে সাংবাদিক সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীনের পিতা রওশন আলী সরদার (৮৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো )।
তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের মরহুম জহির সরদারের পুত্র। গতকাল বুধবার বেলা ১১টায় মরহুমের নিজ হালসা গ্রামের মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।