বসুন্দিয়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার বারভাগ গ্রামে ২১ এপ্রিল বুধবার ভোর বেলায় তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বারভাগ সরদার পাড়ার মিলন হোসেনের মেয়ে মোছাঃ মায়সা খাতুন (৩)। ঘটনার দিন ভোর থেকে শিশুটির মা খুঁজাখুঁজি করছিল কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছিল না।
সকাল সাড়ে সাতটার দিকে পার্শ্ববর্তী বাড়ী হাসান সরদারের পুকরের ভিতর পানিতে ভাসতে দেখে আশপাশের মানুষ। স্থানীয়রা পানি থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে বসুন্দিয়ার আলাদীপুর বাজারের একটি ডাক্তার খানায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন শিশুটির পরিবারকে।