বিনোদন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের মুম্বাই পর্বের শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন আরিফিন শুভ। এই সিনেমার জন্য এক বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। অবশেষে শুরু করেন শুটিং। যাত্রাটা কেমন ছিল?
শুভ বলেন, ‘মানুষের সঙ্গে যখন এমন কোনো কিছু হয় যেটা সে কল্পনাও করেনি, তখন সেটা প্রকাশ করার মতো ভাষা থাকে না। এটুকুই বলবো, এই জার্নিটা আমার জীবনের সব থেকে মূল্যবান একটি স্মৃতি।’
আর কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এই চিত্রনায়ক বলেন, ‘দারুণ একটা ইউনিটের সঙ্গে কাজ করেছি। আর যে মানুষটার সংস্পর্শে কাজ করেছি, মোটামোটি সত্যজিৎ রায়ের পর ধরা হয় শ্যাম বেনেগাল স্যারকে। সেই লোকটার পাশে বসবো, কথা শুনবো, আমাকে নির্দেশনা দেবেন! এমনটা স্বপ্নেও কোনোদিন ভাবিনি।’ নতুন ছবির খবর জানতে চাইলে শুভ বলেন, ‘ঈদের পর নতুন একটা সিনেমার কাজ শুরুর কথা রয়েছে। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে। নতুন সিনেমার বিষয়ে এখনই কিছু বলবো না। কিছুদিনের মধ্যেই এর ঘোষণা আসবে।’
‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? উত্তরে শুভ বলেন, ‘দারুণ, যারা “কন্ট্রাক্ট” দেখেছেন, সবাই এর প্রশংসা করেছেন।’