বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন মানিকিয়া গ্রামের তাছিন ট্রেডার্স নামক সারের দোকানের সামনে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত মানিকিয়া গ্রামের মুঞ্জুর আলীর ছেলে সাইদুর রহমান ও শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার সাহাজুদ্দিনের ছেলে মিলন হোসেন।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, রোববার ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে সাইদুর রহমান ও মিলন হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের দখলে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।