‘মামলা-গ্রেফতার করে সরকার পতন ডেকে আনছে’

0
175

সত্যপাঠ ডেস্ক
আলেম-ওলামাদের গ্রেফতার করে সরকার পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে খেলাফত মজলিসের জরুরি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘সরকার জনগণের প্রতিবাদকে ভয় পায়। এ জন্য লকডাউনের মধ্যে আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। এর মধ্যে দিয়ে লকডাউনকে পশ্নবিদ্ধ করা হয়েছে।’
সিনিয়র নায়েবে আমীর বলেন, ‘পবিত্র রমজানে আলেম-ওলামা ও ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করা হচ্ছে।’ তনি বলেন, ‘রিমান্ডের নামে আলেম-ওলামাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। হামলা মামলা ও গ্রেফতার করে সরকার নিজের পতন ডেকে আনছে। হামলা-মামলা, হয়রানি ও গ্রেফতার বন্ধ করুন, রিমান্ডের অমানবিক আচরণ আল্লাহ সহ্য করবেন না।’
তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীনসহ আটক সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আলেম-ওলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here