সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া গ্রামের মরহুম বারিক শিকদারের বড় ছেলে সেলিম শিকদার ওয়ারিশউল (ওয়াহিউল শিকদার) এর পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। সংবাদ শুনে ৬নং ওয়ার্ডের জনগনের সাথে কথাবাত্রা বলে জানা যায় সেলিম শিকদার ওয়ারিশউল (ওয়াহিউল শিকদার) একই ব্যক্তি এবং মরহুম বারিক শিকদারের বড় ছেলে।
আরো জানা যায় মরহুম বারিক শিকদারের ৩ ছেলে। এরা হলেন (১) সেলিম শিকদার ওয়ারিশউল (ওয়াহিউল শিকদার) (২) শামীম শিকদার (৩) শাহরিয়ার শিকদার। এর মধ্যে সেলিম শিকদার ওয়ারিশউল (ওয়াহিউল শিকদার) বড়। তিনি বিদেশে অবস্থান করতেন। দেশে আসার পর তার ছোট দুইভাইয়ের কারনে তার বাড়ীতে কোন স্থান নাই। বর্তমান শ^শুর বাড়ী নাড়–য়াতে বসবাস করেন।
তাছাড়া বর্তমান তিনি তার পিতার মাতার সম্পত্তি থেকে বঞ্চিত। শোনা যাচ্ছে তার পিতামাতার সম্পত্তি পিতা জীবিত থাকা অবস্থায় কিছু সম্পত্তি দুইভাই লেখে নেছে। আর পিতা মরার পর যা আছে তা থেকে তিনি বঞ্চিত। এ ব্যপারে তিনি ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের পিতামাতার সম্পত্তি বুঝে পাচ্ছেন না। তাই সঠিক বিচার ও বিষয় সম্পত্তি বুঝে পাওয়ার জন্য দিনে রাতে জন্মস্থান আড়পাড়াতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।