মঈন উদ্দিন, ফুলতলা
বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যবসায়ীকে লকডাউনে দোকান খোলার দায়ে ও কয়েকজন পথচারীকে মাস্ক না থাকায় সর্বমোট ৯ হাজার ৪’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস কাবের সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, ইউ.আর.সি ইন্সট্রাকটর রবিউল ইসলাম রনি, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো প্রমুখ।