মোকাদ্দেছুর রহমান রকি
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরাসহ ৫০জনের শরীরে মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে যশোর সদর উপজেলার ৪২ জন। এছাড়া, চৌগাছায় ৩জন, অভয়নগরে ২জন, বাঘারপাড়া, মণিরামপুর ও শার্শায় ১জন করে আক্রান্ত হয়েছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, ১৩ এপ্রিল মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ১শ’ ৭৯ জনের নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ৪১ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। একই দিন খুলনা মেডিলে কলেজ হাসপাতাল থেকে ১৬ জনের নমুনা রিপোর্ট প্রেরণ করেন। যার সব ক’টি নেগেটিভ।
এছাড়া, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের র্যাপিট অ্যান্টিজেন্ট ও সদর উপজেলায় অ্যান্টিজেন্ট এর মাধ্যমে ৩১ জনের শরীর পরীক্ষা করে ৯ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। সদর উপজেলা অ্যান্টিজেন্ট পরীক্ষা করে উপজেলা চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরার শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। যশোর জেলায় নতুন করে ৫০ জন আক্রান্ত নিয়ে জেলায় সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬শ’ ৮৫জন। মারা গেছে ৬৬জন ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৯শ’ ১৭জন।