মঈন উদ্দিন, ফুলতলা
সোমবার ফুলতলা বাজারে বিকেল ৫ টার পরে দোকান পাট খোলা থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বাজারের সকল দোকানপাট বন্ধ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক না থাকার দায়ে ৪ জন পথচারীকে ৬’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। পরে সন্ধ্যা ৬ টায় যশোর খুলনা মহাসড়কে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (যশোর হ- ১১-০০৬৩) কে মটরযান নিয়ন্ত্রন আইনে ৪ হাজার ৬’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করে।
অফিসসুত্রে জানা যায়, বাসটি যশোর থেকে খুলনায় যাওয়ার কথা বলে যাত্রী বোঝাই করে নিয়ে আসলেও ফুলতলায় এসে যাত্রীদের নামিয়ে দেয়। এ সময় যাত্রীরা ভাড়া ফেরৎ চাইলে তাদের সাথে দূর্ব্যবহার করা হয় বলে জানান যাত্রীরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ফুলতলা প্রেস কাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, ইউ.আর.সি ইন্সট্রাকটর রবিউল ইসলাম রনি প্রমুখ।