শ্যামল দত্ত, চৌগাছা
চৌগাছা পৌরসভা প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। গত রোববার সমায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তি পূন্য ভাবে প্যানেল মেয়র পদে নির্বাচন হয় ।
প্যানেল ১নং মেয়র নির্বাচিত হন উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক কাউন্সিলার আনিছুর রহমান, নিকট প্রতিদ্বন্দ্বি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলার আতিয়ার রহমান পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কাউন্সিলার জি এম গোলাম মোস্তফা, কাউন্সিলার সাইদুর রহমান, প্যানেল ২নং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন উপজেলা স্বেচছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য কাউন্সিলার শাহিনুর রহমান শাহিন, মহিলা প্যানেল মেয়র বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন উপজেলা মহিলা যুবলীগের সহ-সভাপতি জোসনা খাতুন। নির্বাচন কমিশনার ছিলেন পৌরসভার সচিব গাজী আবুল কাশেম, নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নুর উদ্দিন আল-মামুন হিমেল।